ধর্ষককে ছাত্র ইউনিয়ন কর্মী পরিচয় দেয়া উদ্দেশ্যমূলক

বরিশালের আগৈলঝাড়ায় গত সোমবার কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে। বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল সাইটে বলা হচ্ছে, সাজ্জাদ গাজী নামের ওই শিক্ষার্থী শাহবাগের ধর্ষণবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং তিনি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সদস্য। এক বিবৃতির মাধ্যমে বিষয়টির প্রতিবাদ জানিয়ে ছাত্র ইউনিয়ন দাবি করেছে, সাজ্জাদ নামে কোনো কর্মী ছাত্র ইউনিয়নে নেই।

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমটির দফতর সম্পাদক ফয়জুর মেহেদির সাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি অনলাইন পত্রিকার প্রতিবেদনে সাজ্জাদ গাজীকে ছাত্র ইউনিয়নের কর্মী বলে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে সাজ্জাদ গাজী নামে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদ, বরিশাল জেলা সংসদে কোনো কর্মী নেই। প্রসঙ্গত, ২০১৪ সালের পর থেকে সরকারি তিতুমীর কলেজ ও অগৈলঝাড়ায় ছাত্র ইউনিয়নের কোনো কমিটি নেই। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণার তীব্র নিন্দা জানাচ্ছে।

একইসঙ্গে বরিশালের আগৈলঝাড়ায় কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ গাজীর দ্রুত বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //