সিরাজগঞ্জে নাসিমপুত্রের জয়

সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ১৭১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে প্রয়াত সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয় ভোট পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ২২৫। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ভোট পেয়েছেন ৪৬৮টি। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের জেলা সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেন।

এদিকে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের ১৭১টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। কাজিপুর উপজেলার একটি পৌরসভা, ১২টি ইউনিয়ন ও সদরের ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৮৪ হাজার ১৪৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৬১৫ জন। 

গত ১৩ জুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //