জামালপুরে ধর্ম প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা

গণসংবর্ধিত হলেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। প্রতিমন্ত্রীর হওয়ার পর তাঁর নিজ এলাকা জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রথম আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। তাঁর আগমনে পৌরসভার বিভিন্ন সড়কে শতাধিক তোরণসহ ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায়।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনে এমপি মোজাফ্ফর হোসেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি বেগম হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমীন চান, ইসলামপুর উপজেলা চেয়ারম্যান জামান আব্দুন নাসের ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ সরকার।

উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী মো. আব্দুল্লাহর ইন্তেকালে মন্ত্রণালয়ের পদটি শূন্য হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামপুরের এমপি ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। ২৪ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে তাকে শপথ পড়ান। প্রতিমন্ত্রী হওয়ার পর শনিবার সরকারি প্রটোকলে প্রথমবার নিজ নির্বাচনী এলাকা ইসলামপুরে আসেন তিনি।

ইসলামপুরে এসে প্রথমে তাঁর বাবা-মা ও আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। এরপর জেলা পরিষদ (ডাকবাংলো) চত্বরে ধর্ম প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত দল। প্রতিমন্ত্রী আগামী মঙ্গলবার (৮ ডিসেম্বর) পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //