সিইসিসহ পুরো কমিশনের পদত্যাগ দাবি বিএনপির

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন তিনি।

আজ সোমবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দলের পূর্বঘোষিত মানববন্ধনে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে, মানবাধিকার কেড়ে নেয়া হয়েছে, সংগঠন করার অধিকার কেড়ে নেয়া হয়েছে। ভিন্নভাবে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে। এটা করার জন্যই রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। তাদের প্রত্যাশা ছিল দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম হবে, দেশের মানুষ একটি মুক্ত পরিবেশে বসবাস করবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দেশ রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলছে।

মানববন্ধন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //