‘বিএনপি চাইলে আগে টিকা দিতে অনুরোধ’ করবেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি আগে ভ্যাকসিন পেতে চায়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি, বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেয়া হয়।

বুধবার (২০ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকার একটি নীতিমালার ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করবে। যারা ফ্রন্টলাইন ফাইটার, এই করোনা মহামারির ক্ষেত্রে তারা নিশ্চয়ই প্রথমে ভ্যাকসিন পাওয়ার অধিকার রাখে। যাদের আগে দেয়া প্রয়োজন, তাদের আগে দেয়া হবে। সাংবাদিকরা করোনা মহামারির সময় অত্যন্ত সাহসিকতার সাথে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন। আমি বিষয়টি বিবেচনা করার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবো। তবে বিএনপি যদি আগে ভ্যাকসিন পেতে চায়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি, বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেয়া হয়।’

বিএনপি মহাসচিবের মন্তব্য ‘সরকার ভ্যাকসিন নিয়ে লুটপাট করছে’-এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মনে করেছিল করোনা মহামারি সরকার সঠিকভাবে মোকাবেলা করতে পারবে না। তাদের প্রথম থেকেই ধারণা, এমনকি হয়তো প্রার্থনাও করেছিল যে এই মহামারিতে যেন ব্যাপক লোকক্ষয় হয় এবং দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সেটি হয়নি। তাতে তারা প্রচণ্ড হতাশ হয়ে ভুল সংবাদের পরিপ্রেক্ষিতে গুজব রটিয়েছিল—‘সঠিক সময়ে ভ্যাকসিন আসছে না।’ কিন্তু ভ্যাকসিন সঠিক সময়েই আসছে। এমনকি ভারত সরকারের উপহার হিসেবে আমরা বিনামূল্যে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছি উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বিএনপি লুটপাটের দল বলেই তারা সবকিছুতেই লুটপাট দেখার চেষ্টা করে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘দেশে সরকার কর্তৃত্ববাদী রাজনীতি কায়েম করেছে’- এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘উনি যে দল করেন সে দলে যে কর্তৃত্ববাদী রাজনীতি আছে, আগে সেটি নিয়ে একটু কথা বলুন। একজন শাস্তিপ্রাপ্ত কয়েদি আর আরেকজন শাস্তিপ্রাপ্ত পলাতক আসামি, সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে যেটি বলে সেটিই হয়।’ সেভাবে তাদের দলে সিদ্ধান্ত হয়। কাজেই কর্তৃত্ববাদী রাজনীতি বিএনপিতেই আছে। আমাদের দলে নেই বলে দাবি করে ড. হাছান বলেন, ‘কেননা, তাদের দলের মেজর হাফিজ একটু সমালোচনা করেছেন। সেজন্য তাকে যে ভাষায় শোকজ করা হয়েছে, সেই দলের মহাসচিবের রাজনীতি নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার আছে বলে আমি মনে করি না।’

বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, রফিক উল্যা সিকদার, কাজী আনোয়ার কামাল, মাসুদুর রহমান, নীতিশ সাহা মতবিনিময় সভায় করোনাকালে সংবাদপত্র শিল্প রক্ষার নানাদিক নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //