কাদের মির্জার অব্যাহতি প্রত্যাহার হয়নি: একরামুল

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সংগঠন থেকে অব্যাহতি ও বহিষ্কারের জন্য সুপারিশ প্রত্যাহার করা হয়নি বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, জেলা কমিটির সভাপতির পরামর্শ অনুযায়ী এ বহিষ্কারাদেশ দেয়া হলেও তাকে অবহিত না করে সভাপতি তা প্রত্যাহার করেছেন। তবে সেটা সভাপতির একক মত, সংগঠন বিরোধী কর্মকাণ্ড করায় আবদুল কাদের মির্জাকে দেয়া অব্যাহতি এবং তাকে বহিষ্কারের সুপারিশ অব্যাহত রয়েছে।

ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী বলেন, ‘নোয়াখালীবাসী, আজকে (শনিবার) বিকালে সেলিম ভাই (নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম) ঢাকা থেকে এসে বললো মির্জার (আবদুল কাদের মির্জা) বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়া দরকার। সেই হিসাব মোতাবেক আমরা মির্জার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছি। এখন বিভিন্ন ইয়েতে (গণমাধ্যমে) বলতেছে এটা প্রত্যাহার করে নেয়া হয়েছে। কিন্তু আমি বলতে পারি আমি জানি না; কারণ একজন লোক অপরাধী যে নোয়াখালী নয়, সারাদেশের আওয়ামী লীগকে ছোট করেছে, তাকে তো ছাড়া যায় না। তার বিরুদ্ধে আমরা জেলা আওয়ামী লীগ অবস্থান নিয়েছি।’

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম তাকে না জানিয়ে এই অব্যাহতির নির্দেশ প্রত্যাহার করেছেন দাবি করে সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমার সভাপতি কী অবস্থানে আছেন জানি না, উনি বলতেছেন যে প্রত্যাহার করে নিয়েছেন। উনার অবস্থান..উনি আমাকে দিয়ে নির্দেশনা করাইলো আবার উনি অবস্থান থেকে সরে দাঁড়াইলো উনিও তো নীতিগতভাবে নীতিহীন হয়ে গেলেন।’

‘আমি আপনাদেরকে বলি যে এটা আমরা উনার (আবদুল কাদের মির্জা) অব্যাহতি আমরা অব্যাহত রেখেছি। এটা নিয়ে বিভিন্ন জায়গায় যেসব কথাবার্তা হচ্ছে (প্রত্যাহার বিষয়ে) এগুলা ঠিক না। কারণ, এ ধরনের লোকরে দলের অবস্থানে রাখা উচিত না। আপনাদের সকলকে আমি অবগতির জন্যই জানাচ্ছি, তার অব্যাহতিটা বহাল রইলো। সকলকে ধন্যবাদ।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //