বর্তমানে নেতারা টাকা বানানো নিয়ে ব্যস্ত: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, বর্তমানে নেতারা ক্ষমতা দখল আর টাকা বানানো নিয়ে ব্যস্ত। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা কী করবেন। 

শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চিকিৎসার জন্য যখন আমেরিকা যাই তখন সেখানকার নির্বাচন দেখে আমি অনেক কিছু শিখেছি। আমি প্রতিজ্ঞা করি,  বসুরহাট পৌরসভার নির্বাচনে আমি তা প্রয়োগ করব। 

তিনি বলেন, শেখ হাসিনাসহ কয়েকজন জাতীয় নেতা ছাড়া কবিরহাট-কোম্পানীগঞ্জ নির্বাচনী এলাকায় কাল যদি নির্বাচন হয় তাহলে আমিই জিতব। যদি না জয় লাভ করি তাহলে আমি হিজরত করব। এ সময় তিনি করোনাভাইরাস সচেতনতায় সবাইকে শারীরিক দূরত্ব বজায় রাখতে ও মাস্ক পরার অনুরোধ করেন। 

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনে কাদের মির্জা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি আরো তিনবার মেয়র নির্বাচিত হন। নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের সমালোচনা করে সারাদেশে আলোচনার জন্ম দেন কাদের মির্জা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //