বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে ২৫ এপ্রিল সমাবেশ ৯ সংগঠনের

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক ও পুলিশের সংঘর্ষে গুলিতে ছয় শ্রমিক নিহতের ঘটনায় আগামী ২৫ এপ্রিল সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে ৯ সংগঠন।

এর আগে গত ১৯ এপ্রিল ৯ সংগঠনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সঞ্চলনা করেন ৯ সংগঠনের সমন্বয়ক ও জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম। 

বৈঠকে চট্টগ্রামের বাঁশখালীতে গত ১৭ এপ্রিল সকালে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে ছয় শ্রমিক নিহত ও অর্ধ শতাধিক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। 

বৈঠকে শ্রমিক হত্যার জন্য দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৈঠকে আগামী ২৫ এপ্রিল শ্রমিক হত্যার প্রতিবাদে করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী ৯ সংগঠন প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।  

বৈঠকে অংশ নেন- বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, নয়া গণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়ন আহবায়ক নাসিরুদ্দিন আহমেদ নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) কেন্দ্রীয় সদস্য মাহিনউদ্দিন চৌধুরী লিটন ও কমিউনিস্ট ইউনিয়ন আহবায়ক ইমাম গাজ্জালী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //