ময়মনসিংহে নুরের বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার ময়মনসিংহে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করা হয়।

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৪ এপ্রিল নুরুল হক নুর তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে ভিডিও বক্তব্যে বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই; তারা কখনো মুসলমান হতে পারে না, এদের কোনো ঈমান নেই।’

লাইভ ভিডিওটিতে এমন মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার বাদী সোহেল গনি বলেন, এমন বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিভিন্ন শ্রেণিপেশা সম্প্রাদ‌য়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিক্ষোভ সৃষ্টি করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //