স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ চায় বাম গণতান্ত্রিক জোট

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করাসহ ‘ব্যর্থ ও দুর্নীতিবাজ’ স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে অপসারণ করার দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

রবিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ দাবি জানান। এসময় বাম সংগঠনগুলোর সচিবালয় ঘেরাও কর্মসূচিতে প্রেসক্লাবের সামনে বাধা দেয় পুলিশ।

সংগঠনটির নেতারা বলেছেন, ‘ব্যর্থ ও দুর্নীতিবাজ’ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সংবাদপত্র-সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

তারা বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ১৯২৩ সালে প্রণীত ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ যার প্রয়োগ পাকিস্তান আমলে হয়নি, এরশাদ কিংবা বিএনপির আমলেও হয়নি। সেটা শেখ হাসিনার আমলে হয়েছে।

নেতারা জানান, রোজিনার গ্রেফতারের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, মানবাধিকার ও নাগরিক মর্যাদাকে ভূলুণ্ঠিত এবং নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করেছে। মিথ্যা মামলায় তাকে গ্রেফতারের ফলে প্রমাণিত হয়েছে বর্তমান সরকার দুর্নীতিবাজদের রক্ষাকর্তা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //