‘কমিউনিটি কিচেন’ চালু করেছে বাসদ

সরকার ঘোষিত টানা ১৪ দিনের কঠোর বিধিনিষেধে কর্মহীনসহ গৃহবন্দি হয়ে থাকা অসহায় দুস্থ ও পথচারীদের জন্য ‘কমিউনিটি কিচেন’ চালু করেছে বাংলাদেশের সামাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (৩০ জুলাই) বেলা ১১টায় নগরীর বাটার গলি দলীয় কার্যলয় থেকে নগরীর ত্রিশটি ওয়ার্ডে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্ধোধন করেন দলটির জেলা কমিটির নেতারা।

এ কার্যক্রমের মাধ্যমে বিধিনিষেধে কর্মহীন ও গৃহবন্দি অসহায় এবং দুস্থ পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে বাসদ।

খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। তিনি বলেন, এই বিধিনিষেধের মধ্যে অসহায় দুস্থ কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন ছিল।

আমরা বিভিন্ন মানুষের কাছ সহযোগিতা নিয়ে চলমান বিধিনিষেধের মধ্যে প্রতিদিনই পর্যায়ক্রমে ত্রিশটি ওয়ার্ডের ছয় শতাধিক পরিবারের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো। আগামী ৫ আগস্টের পরও যদি সরকার বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করে তাহলেও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় বাসদ জেলা আহ্বায়ক ইমরান হাবীব রুমনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //