এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি যাচ্ছেন তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ উন্নত চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স দিল্লির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। 

এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তোফায়েল আহমেদকে পর্যবেক্ষণে রাখা হয়। তার শরীরের অবস্থা আগের চেয়েও ভালো বলেও জানান তিনি।

স্কয়ার হাসপাতালেই কর্মরত কার্ডিওলজিস্ট ডা. তৌহিদুজ্জমান আরো বলেন, উনি (তোফায়েল আহমেদ) হাতে একটু কম শক্তি কম পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তিনি দিল্লি যাচ্ছেন। তাকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যে রওনা হবেন।

তোফায়েল আহমেদকে দিল্লির মেডান্টা হাসপাতালে নেয়া হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।

৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত হন সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //