প্রতিমন্ত্রী মুরাদ যখন রকস্টার!

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান একজন চিকিৎসক। এর বাইরে তার আরও একটি পরিচয় আছে। সম্প্রতি প্রতিমন্ত্রী ডা. মুরাদের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে তাকে গাইতে দেখা গেছে। তবে ভিডিওতে তিনি আসলেই গাইছিলেন কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান। তবে সেই সন্দেহের অবসান ঘটালেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ। নিজেই জানালেন, রকস্ট্রিট নামে একটি ব্যান্ড দল আছে তার। সেই ব্যান্ডের লিড ভোকালিস্ট তিনি।

সম্প্রতি অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভায় অতিথি হয়ে এসেছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অনুষ্ঠানে রকস্টারের মতো নেচে-গেয়ে উপস্থিত দর্শক-শ্রোতা-অতিথিদের দিয়েছেন বিনোদন।

উপস্থাপক সাজু খাদেম যখন ডাকলেন তখন তথ্য প্রতিমন্ত্রী বললেন, আমি শুধু ডাক্তার নই, আমি গায়কও।

অভিনয়শিল্পী সংঘের অনুষ্ঠানের বক্তৃতার পালা শেষ হয়ে যাওয়ার পর শুরু হলো সংগীতানুষ্ঠান। মঞ্চে উঠলেন অভিনেত্রী তারিন ও প্রতিমন্ত্রী মুরাদ। দুজন কণ্ঠ মেলালেন একসঙ্গে। গাইলেন, ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা...’।

এক পর্যায়ে গানের অনুরোধ পেতে থাকলেন ডা. মুরাদ। এবার তিনি একা দাঁড়ালেন। কি-বোর্ড, ড্রাম, প্যাড, লিড গিটার, বেজ গিটার চেক করে নিলেন। চলে এলেন মঞ্চের একেবারে সামনে, চিরপরিচিত রকস্টারের ভূমিকায় অবতীর্ণ হলেন। গাইলেন, ওই দূর পাহাড়ের ধারে, দিগন্তেরই কাছে, নিঃসঙ্গ বসে একটি মেয়ে, গাইছে, আপন সুরে...।

এরপর ডা. মুরাদ গাইলেন, ‘ওরে মালেকা ওরে সালেকা, ওরে ফুলবানু পারলি না বাঁচাতে...’।

গান শুনে অনেক শিল্পী ততক্ষণে উঠে এসেছেন মঞ্চে। মন্ত্রীকে ঘিরে শুরু করে দিয়েছেন নাচ। ক্লান্তিহীন কণ্ঠে এবার গাইলেন আজম খানের বিখ্যাত গান, ‘রেললাইনের ওই বস্তিতে, জন্মে ছিল একটি ছেলে, মা তার কাঁদে....’।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //