ইভিএম বাজেয়াপ্ত না করলে দ্রব্যমূল্য কমবে না: আমীর খসরু

ভোট চোরদের না ধরা গেলে এবং ভোট চুরির যন্ত্র ইভিএম বাজেয়াপ্ত করা না গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার সাথে ভোট চুরি ও দুর্নীতির সম্পর্ক রয়েছে। দুর্নীতির সাথে রাষ্ট্রের তহবিল চুরির সম্পর্ক রয়েছে। রাষ্ট্রের তহবিল চুরির সাথে রাষ্ট্রের মেগা প্রজেক্টের সম্পর্ক রয়েছে। বর্তমান জনগণের পকেট থেকে টাকা নিয়ে রাষ্ট্রের তহবিল চুরি করছে। তারা মেগা প্রজেক্টের নামে চুরি করে বিদেশে পাচার করছে।

এই বিএনপি নেতা বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে আনতে আগে গোড়ায় যেতে হবে। ভোটচোরদের ধরতে হবে। ভোটচোরদের সহযোগিদের ধরতে হবে। যারা ভোট চুরি করেছে তাদের না ধরা গেলে ও ভোট চুরির সরঞ্জাম ইভিএম বাজেয়াপ্ত না করা গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমবে না। তারা অব্যাহতভাবে লুটপাট করতে থাকবে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম সভাপতিত্ব করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //