যারা দাম বাড়াচ্ছে, তারা আওয়ামী লীগের লোক: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সমালোচনা করে বলেছেন, ‘এই দাম বাড়ল কেন? কারণ, আপনারা চুরি করেছেন। যারা দাম বাড়াচ্ছে, তারা আওয়ামী লীগের লোক।’

আজ শুক্রবার (১১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে নিম্নবিত্ত-মধ্যবিত্ত, মধ্য ও নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। এই সরকারের কিচ্ছু গায়ে লাগে না। তাদের মন্ত্রীরা সুন্দর সুন্দর কাপড় গায়ে দিয়ে, চমৎকার চমৎকার জায়গায় এদিকে ফুল-ওদিকে ফুল নিয়ে বসে বক্তৃতা-বিবৃতি দেয়। বলে, দাম তো একটু সারা বিশ্বেই বাড়ছে, সেই সঙ্গে আমাদের ক্রয়ক্ষমতা বাড়ছে।’

বিএনপি নেতা ফখরুল অভিযোগ করে বলেন, অর্থমন্ত্রী আছেন একজন, যিনি অতীতে আদম ব্যবসা করতেন। একজন পরিকল্পনামন্ত্রী আছেন, যিনি একজন আমলা ছিলেন। তিনি আরও বলেন, ‘এখানে মুদ্রাস্ফীতি অনেক কম হচ্ছে। আমরা সাধারণ মানুষেরা কি মুদ্রাস্ফীতি বুঝি? দাম বাড়াকেই বলে মুদ্রাস্ফীতি।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেছেন, ‘আর কোনো কথা নয়। একটাই কথা। এখন সরে যাও। অনেক হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে এত ভয় কেন? নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন না, আওয়ামী লীগ ডোবে নাকি বিএনপি ডোবে। মানুষ আপনাদের সব রাজনীতি বুঝে গেছে। এ জন্য অতীতে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে, তারা বলতে শুরু করেছে—আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা কারও দয়ায় স্বাধীনতা পাইনি। আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। এই যুদ্ধে বাংলাদেশের সব মানুষ অংশগ্রহণ করেছিল। লাখ লাখ মানুষ শহীদ হয়েছে। আমাদের মা–বোনেরা সম্ভ্রম হারিয়েছিল। দীর্ঘ নয় মাস আমরা যুদ্ধ করেছিলাম এই বাংলাদেশের জন্য নয়।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //