বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চেকআপের জন্য আজ বুধবার (৬ এপ্রিল) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে বলেন, খালেদা জিয়াকে আজ বিকেল ৩টার পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার চেকআপ করা হবে।
এর আগে, টানা ৮১ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি রাতে বাসায় ফেরেন খালেদা জিয়া। তিনি তার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ অবস্থান করছেন।
২০২১ সালের ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ হওয়ার চারদিন পর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয়। পরে ২৭ এপ্রিল রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জুন তিনি বাসায় ফেরেন। জ্বর আসায় ১২ অক্টোবর আবারো এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় তার হাতে ছোট টিউমার ধরা পড়ে। এরপর ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন।
দ্বিতীয় দফায় হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বেশি দিন থাকা হয়নি। ছয়দিনের মাথায় গত বছরের ১৩ নভেম্বর বিকেলে আবার খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরেরদিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার।
বিষয় : বিএনপি বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh