মুন্সীগঞ্জের রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক হৃদয় কুমার মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ শুক্রবার (৮ এপ্রিল) দলটির পলিটব্যুরো এক বিবৃতিতে এ দাবি জানায়।
ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ‘মুন্সীগঞ্জের রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক হৃদয় কুমার মণ্ডলকে পূর্বপরিকল্পিত চক্রান্তে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে নিগৃহীত করা হয়েছে। মিথ্যা মামলায় গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে পলিটব্যুরো।’
বিবৃতিতে বলা হয়, ‘বিজ্ঞানশিক্ষা জ্ঞান অর্জনের একটা মৌলিক বিষয়; যুক্তি ও তত্ত্ব হচ্ছে এর প্রাণ। বিজ্ঞানশিক্ষায় প্রতিবন্ধকতা তৈরী কোনোভাবেই কাম্য নয়। বিজ্ঞানের মৌলিক বিষয়কে ব্যাহত করার প্রয়াসেই সাম্প্রদায়িকীকরণের চক্রান্ত চলছে।’
বিষয় : ওয়ার্কার্স পার্টি শিক্ষক হৃদয় মণ্ডল মুক্তি
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh