‘মিথ্যা আশ্বাসে বিএনপিকে ভোটে নিতে চায় আ.লীগ’

বিএনপিকে মিথ্যা আশ্বাসে আওয়ামী লীগ এবারও নির্বাচনে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, যত কথাই বলুক না কেন; এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

আজ শনিবার (১৪ মে) সকালে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন বলেন, দলে ভাঙন ধরানোর জন্য অনেক ষড়যন্ত্র চলছে। বিএনপি মচকাবে, কিন্তু ভাঙবে না। তারা (আওয়ামী লীগ সরকার) বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করে উল্টো নিজেরা বক্তব্য দিচ্ছেন— সরকার পতনের নাকি ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। কিন্তু এটা ষড়যন্ত্র না, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বাংলাদেশের মানুষ তাদের পতনের আন্দোলন করছে। এই আন্দোলন ষড়যন্ত্রের কথা বলে ঠেকাতে যাবে না।

বিএনপি আন্দোলন করতে জানে না, ১৩ বছরে তারা আন্দোলন করতে পারেনি— সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যের জবাবে জয়নুল আবদিন বলেন, “আন্দোলনের কী দেখেছেন? এরশাদ ৯ বছর ক্ষমতায় ছিল, আমাদের দেশনেত্রীর নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে এরশাদও ভেসে গেছে। স্বৈরাচার টিকতে পারেনি। আপনারা বড় স্বৈরাচার। ভাবছেন বড় স্বৈরাচারকে আন্দোলন করে নামানো যাবে না। বিগত দিনের কথা স্মরণ করেন। এবার হাল ধরেছে আমাদের তরুণ প্রজন্মের নেতা, ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারেক রহমান। এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না।

সরকার বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠানোর জন্য সিন্ডিকেট তৈরি করে সব জিনিসপত্রের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, আপনারা শুনেছেন সম্রাট তাদের লোক। এই সম্রাট হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। সরকারি দলের আরেকজন সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড হয়েছে। তিনি বহাল তবিয়তে সরকারের নাকের ডাগার ওপর দিয়ে বিদেশে চিকিৎসা করিয়ে এলেন। স্বারাষ্ট্রমন্ত্রী বলছেন, তিনি নাকি আইন মেনে সেখানে চিকিৎসার জন্য গেছেন। হাজী সেলিম যদি যেতে পারেন, তাহলে ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসা নিতে যেতে পেতে পারবে না।

এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আমার কানে এসেছে আমাদের দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা চলছে। কিছু হালুয়া-রুটি দেবে, সেই হালুয়া-রুটির কারণে কিছু কিছু লোক চলে যাবে। আমি এ রকম কোনো লক্ষণ দেখি না। তারপরও বলি, কেউ যদি হালুয়া-রুটির লোভে দলের সঙ্গে বেঈমানি করে, তবে তার জায়গা বাংলাদেশে হবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //