পাকস্থলীজনিত রোগের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি।
এর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পেটের সমস্যার কারণে আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যক্তিগত সহকারী নাসির হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৮টার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। এই বিএনপি নেতার সাথে তার স্ত্রী আর দুই ছেলে সিঙ্গাপুর গেছেন।
জানা গেছে, পেটের সমস্যা নিয়ে গত মঙ্গলবার (১৭ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা প্রদানের জন্য মির্জা আব্বাসের পরিবার তাকে সিঙ্গাপুর নিয়ে গেলো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মির্জা আব্বাস সিঙ্গাপুর চিকিৎসা
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh