বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই মামলায় স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। মামলা
দুটি হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে
আঘাত।
আজ
বৃহস্পতিবার (১৬ জুন) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুর উদদীনের
বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী
ব্যারিস্টার কায়সার কামাল।
আদালতে খালেদা
জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
ধর্মীয় অনুভূতিতে
আঘাত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী
২০১৪ সালের ২১ অক্টোবর আদালতে নালিশি মামলা করেন। পুরান ঢাকায় দর্জিকর্মী বিশ্বজিত
হত্যাকাণ্ড নিয়ে খালেদার জিয়ার বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় বিভেদ সৃষ্টি হতে পারে-
এমন অভিযোগে দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় মামলাটি করা হয়।
এরপর ২০১৭ সালের
২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন এ বি সিদ্দিকী। ওই মামলায় বঙ্গবন্ধুর
মানহানি করার অভিযোগ আনা হয়।
২০১৬ সালের
৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধুর মানহানি করেন বলে অভিযোগ
করেন মামলার বাদী।
ওই অনুষ্ঠানে
খালেদা জিয়া বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন
পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের
জনগণ যুদ্ধে নেমেছিল।’
দুই মামলায়
হাইকোর্ট খালেদা জিয়াকে জামিনসহ রুল দিয়েছিলেন। আজ ওই দুই মামলাতেই স্থায়ী জামিন দিলেন
আদালত।
বিষয় : খালেদা জিয়া স্থায়ী জামিন বিএনপি হাইকোর্ট
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh