রাজপথে বিএনপির পাশে থাকবে এনপিপি

বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় রাজপথের আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। সেই আন্দোলনে দলটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)। 

আজ রবিবার (১৯ জুন) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও এনপিপির মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই সংলাপ হয়। 

সংলাপে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলা খান অংশ নেন। অন্যদিকে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে দলটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। 

এক ঘণ্টার সংলাপ শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, এই সরকারের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তোলার জন্য আলোচনা করছি। এই আলোচনার মধ্য দিয়ে আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করা ও খালেদা জিয়ার মুক্তিসহ কয়েকটা বিষয়ে একমত হয়েছি। যুগপৎভাবে আন্দোলন শুরু করার ব্যাপারে আমরা একমত হয়েছি। 

এসময় এনপিপি চেয়ারম্যান বলেন, ‘সরকার যতদিন না পদত্যাগ করে, আমরা একসঙ্গে আন্দোলন করব, সংগ্রাম করব এবং রাজপথে থাকব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //