মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। জাতীয় নির্বাচনকে বিশ্ববাসীর কাছে, তাদের প্রভুদের সহায়তায় অগ্রহণযোগ্য নির্বাচন করাতে চেষ্টা চালাচ্ছে, তারই আলামত আমরা দেখতে পাচ্ছি।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ প্রমুখ।
বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক। ছবি: গাজীপুর প্রতিনিধি
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh