বিএনপির জোট ছাড়ার পর তিন ধর্মভিত্তিক দল কী করছে?

তিনটি ধর্মভিত্তিক দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে। এটি বেশ পুরনো খবর। নতুন চমক হলো, জোট ছাড়লেও তিনটির মধ্যে দুইটি দল এখনো বিএনপির সুরেই কথা বলছে।

দলগুলোর নেতারা বলছেন, তারা ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্যের চেষ্টা করছেন। তবে সেই চেষ্টার কোনো প্রতিফলন বাস্তবে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকরা বলেছেন, মজার বিষয় হলো, ওই তিনটি দল বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার পরেও জোটে দলের সংখ্যা কমেনি। বরং জোটে দলের সংখ্যা অপরিবর্তিতই রয়েছে। কারণ জোট ছেড়ে যাওয়া দলগুলোর একটি অংশ একই নামে আরেকটি দল করে জোটে রয়ে গেছে।

এই দলগুলোর মধ্যে দুটি দল বিএনপির মতোই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাইছে। তারা ভোটগ্রহণে বিএনপির মতোই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিরুদ্ধে।

পঞ্চম দল হিসেবে গত বছরের ১ অক্টোবর বিএনপির জোট ছেড়ে যায় খেলাফত মজলিস। সে সময় জোট ছেড়ে যাওয়ার বিষয়ে সুস্পষ্টভাবেই বলা হয়, স্বকীয়-স্বতন্ত্র বৈশিষ্ট্যের রাজনীতি করবে দলটি।

কিন্তু পরে দেখা গেল ভিন্ন চিত্র। জোট ছাড়ার দুই মাসের মাথায় বিএনপির পথেই হাঁটতে দেখা গেল দলটিতে। গত বছরের ২৭ ডিসেম্বর বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সাথে সংলাপে গিয়ে বিএনপির দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করে খেলাফত মজলিস।

সংলাপে দলের মহাসচিব আহমাদ আবদুল কাদের বলেন, ‘শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েকটি জাতীয় নির্বাচনই নিরপেক্ষ হয়েছে বলে সর্বজন স্বীকৃতি পেয়েছে। তাই সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে হেফাজতের সহিংসতার ঘটনায় আহমাদ কাদের গ্রেপ্তার হন। যিনি হেফাজতের নায়েবে আমির ছিলেন।

তিনি গ্রেপ্তার হওয়ার পর ২০ দলীয় জোটের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি। এ কারণে ক্ষোভের সৃষ্টি হয় দলটির নেতাদের মধ্যে।

আহমাদ কাদের বলেন, ‘আমরা এখন স্বতন্ত্রভাবে কর্মসূচি দিচ্ছি। তবে নির্বাচন কীভাবে করব, সেটি এখনো বলা যাচ্ছে না। আমরা পরিস্থিতি দেখছি, দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব যে, নতুন জোটবদ্ধ হব, না জোটে (২০ দলীয় জোট) যাব।

২০২১ সালের ১৪ জুলাই জোট ছাড়ে জমিয়তে উলামায়ে ইসলাম। দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘আমরা এখন দলীয় সিদ্ধান্ত অনুসারে একলা চলছি। ভবিষ্যতের বিষয়ে সময়ে কথা বলবে। আপাতত সাংগঠনিক বিষয়গুলো জোরদার করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 

সবার আগে ২০১৬ সালের ৭ জুন ২০ দলীয় জোট ছেড়ে যায় মুফতি ফজলুল হক আমিনী প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট। তবে জোট ছেড়ে যাওয়ার সময় কোনো কারণ বলেননি দলটির নেতারা।

ধর্মভিত্তিক তিনটি দল ছাড়াও ২০১৮ সালের ২৬ অক্টোবর ২০ দলীয় জোট ছেড়ে যায় লেবার পার্টির একটি অংশ। ২০১৯ সালের ৬ মে ২০ দল ছাড়ে বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির আন্দালিব রহমান পার্থ।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //