বিএনপির হরতালে থমথমে ভোলা

ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল কর্মী রহিম নিহতের ঘটনায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে জেলা শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে।

বিএনপির হরতালকে কেন্দ্র করে ভোর থেকেই জেলা শহরের  বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। শহরজুড়ে অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে সীমিত আকারে কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিএনপির হরতালে থমথমে ভোলা। ছবি: ভোলা প্রতিনিধি। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে। এ প্রসঙ্গে ভোলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সুজা জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তারা প্রস্তুত রয়েছেন।

প্রসঙ্গত, গত রবিবার (৩১ জুলাই) লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম নিহত হন। এ সময় গুরুতর আহত হন জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম। পরে গতকাল বুধবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //