রাজধানীর শাহবাগে বামজোটের হরতালে পুলিশের বাধা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

এবিষয়ে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সাদিকুল ইসলাম সোহেল বলেন, আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কাঁটাবন, নীলক্ষেত মোড়ে পিকেটিং করি। একপর্যায়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। পরে আমরা সরে যাই। বর্তমানে আমরা পল্টন মোড়ে অবস্থান করছি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, তারা শাহবাগ মোড়ে বসতে চেয়েছিল। কিন্তু এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে তাই আমরা তাদেরকে সরিয়ে দেই। পরে তারা শাহবাগ মোড় থেকে চলে গেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //