‘মহাত্মা গান্ধীকে নোবেল না দেওয়া লজ্জাজনক’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহাত্মা গান্ধীকে নোবেল পুরস্কার না দেওয়া নোবেল কমিটি ও পৃথিবীবাসীর জন্য লজ্জাজনক।

শনিবার (১ অক্টবর) বিশ্ব অহিংস দিবস-২০২২ উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি এ আলোচনাসভার আয়োজন করে।

মোজাম্মেল হক বলেন, বর্তমান সহিংস বিশ্বে মহাত্মা গান্ধীর মতো অহিংস নেতার বড়ই প্রয়োজন। অনেক অখ্যাত ও সহিংস নেতা নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু মহাত্মা গান্ধীকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি।

তিনি বলেন, মহাত্মা গান্ধী শুধু ভারতীয়দের নেতা না, তিনি ছিলেন পৃথিবীর শান্তিকামী মানুষের পথপ্রদর্শক।

মহাত্মা গান্ধীর জন্যই যুদ্ধ না করেও ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ব্রিটিশদের জেল-জুলুম, অত্যাচার-নিপীড়ন, খুন, লুণ্ঠন, জবরদখল, ষড়যন্ত্র, অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে নিরলস লড়াইয়ে গান্ধীর অহিংসবাদই ছিল একমাত্র হাতিয়ার।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর নিম চন্দ্র ভৌমিক।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রফেসর কামরুল হাসান এবং ওলামা লীগ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ আলোচনাসভায় উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //