সবার সঙ্গে আলাপে বসুন: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সবার সঙ্গে আলাপে বসুন। সংঘাত নয়, সংলাপ করুন। এটা ছাড়া কোনো গতি নেই।

শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘সংবিধানের ৫০ বছর এবং নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নিশ্চিত করছি, সুষ্ঠু নির্বাচনে আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যদি জেতেন, আপনাকে অভিনন্দন জানাব। যদি হেরে যান, নিশ্চিত করব আপনার জীবন, জীবনযাত্রা ও রাজনৈতিক কার্যক্রম।

সুষ্ঠু নির্বাচনই দেশের গণতন্ত্রের ভিত্তি ঠিক করবে বলে উল্লেখ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি।

সভায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, সমকালের উপদেষ্টা সম্পাদক মো. আবু সাঈদ খান, গণফোরামের সভাপতি পরিষদের সদস্য মফিজুল ইসলাম খান কামাল, আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সেলিম আকবর এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //