কুমিল্লায় সমাবেশ ঘিরে দলে ফেরার মিশনে সাক্কু-কায়সার

আসছে ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগে গণসমাবেশের ডাক দিয়েছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। সরকার পতনের আন্দোলন তরান্বিত করতে এবং বৃহৎ আন্দোলনে নেতাকর্মীদের সংগঠিত করতেই এ সমাবেশের আয়োজন বলে জানান বিএনপি নেতাকর্মীরা।

যে কোনো প্রতিবন্ধকতা উপেক্ষা করে কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চায় মহানগর, কুমিল্লা দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপি। ইতিমধ্যে মহানগর, কুমিল্লা দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপির নেতারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে জোর প্রচারণা চালাচ্ছেন। দফায়-দফায় করছেন প্রস্তুতি সভা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে দলে ফেরার মিশনে মাঠে কাজ করছে সিটি নির্বাচনে বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং জনতার মেয়র খ্যাত নিজাম উদ্দিন কায়সার। বহিষ্কৃত এ দুই নেতাই বিএনপির সমাবেশ সফল করতে কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে কাজ করছে।

মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটিতে সাবেক দুইবারের মেয়র। তিনি দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক পদে ছিলেন। আর কায়সার মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে ছিলেন। তাদের দুজনকেই বহিষ্কার করা হয়েছিল।  

কুমিল্লায় বিএনপির রাজনীতি দুটি প্রধান বলয়ে বিভক্ত। একটি বলয়ে নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসিন। আর দীর্ঘদিন ধরে অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনেও সাক্কু জয়ের কাছাকাছি ছিলেন। তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সাক্কুর। কুমিল্লায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আর নিজাম উদ্দিন কায়সার হাজি আমিনুর রশীদ বলয়ের রাজনীতি করেন। সাক্কুর অভিযোগ তাকে হারাতে ইয়াসিন কায়সারকে প্রার্থী করেছেন।

তবে সবকিছু ভুলে ইতিমধ্যে টাউনহলের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বিএনপির নেতারা। কুমিল্লার বাইরে থেকে আসা নেতাকর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কয়েকশ’ নেতাকর্মী স্বেচ্ছাসেবকের কাজ করছে। অতিথি নেতাকর্মীদের জন্য মহানগরের কয়েক শ’ ফ্ল্যাট এবং বাড়ি খালি করা হয়েছে। মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপি নেতাদের উদ্যোগে অতিথি নেতাকর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, সব বাধা উপেক্ষা করে কুমিল্লায় একটি সফল সমাবেশ করা হবে। এদিকে বিভাগীয় সমাবেশ ঘিরে অনেকটাই চাঙ্গা দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লায় নিজেদের ঊর্বর ভূমিতে সংগঠনকে আবারও শক্তিশালী করতে চায় বিএনপি। সেই লক্ষ্যে সমাবেশে সর্বোচ্চ সংখ্যক জনসমাগম করার টার্গেট নিয়েছেন তারা।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আমিনুর রশীদ ইয়াছিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ শীর্ষ নেতারা সমাবেশ সফল করতে দিনরাত গণসংযোগসহ প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আমিনুর রশীদ ইয়াছিন বলেন, সব বাধা উপেক্ষা করে আমরা কুমিল্লায় গণসমাবেশ সফল করার লক্ষ্যে কাজ করছি, এরই মধ্যে আমরা প্রশাসনের পক্ষ হতে লিখিতভাবে মাঠের অনুমোদন পেয়েছি। এটা জনসভা হবে না এইটা জনসমুদ্রে রূপান্তর হবে। মহানগরের কোনো বাড়িতে পুরুষলোক থাকবে না, সবাই সমাবেশে আসবে। মানুষ এই সরকারের হাত থেকে মুক্তি চায়। মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা বিএনপির ঊর্বর ভূমি, আমরা নিজেদের ঐতিহ্য ফেরাতে কাজ করছি, তারেক রহমানের নির্দেশে দলকে সুসংগঠিত করে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করা হবে। সমাবেশ সফল করার ক্ষেত্রে কেউ অন্তরায় হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //