জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণা স্থগিত করল বিএনপি

সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে বিএনপি।

আজ বুধবার (৭ ডিসেম্বর) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।

আগামীকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণার কথা ছিল। তার আগেই সব রাজনৈতিক দলগুলো নিয়ে লিয়াজো কমিটির গঠন করার কথা জানিয়েছিল দলটি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে আগামীকাল জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণা করা হচ্ছে না। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, রূপরেখা ঘোষণার জন্য সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দল, ২০ দলীয় জোটের শরিক দল এবং সমমনা অন্যান্য দলগুলোকে গুলশান কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের উপস্থিতিতে এ রূপরেখা ঘোষণা করার কথা ছিল। কিন্তু তার আগেই বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। 

ওই সংঘর্ষে এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে সংঘর্ষের পর বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ তিন শতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ঘটনার পর থেকে বিএনপি কার্যালয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //