মিছিল শেষে বাড়ি ফিরছেন বিএনপির নেতাকর্মীরা

অবশেষে শেষ হলো বিএনপির গণমিছিল। মিছিল শেষে শান্তিতপূর্ণভাবে বাড়ি ফিরছেন দলের নেতাকর্মীরা। এ পর্যন্ত মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর শোনা যায়নি।

উল্লেখ্য, আজ শুক্রবার  (৩০ ডিসেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে এই মিছিল শেষ হয়। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টন থেকে মিছিলটি শুরু হয়। পরে মালিবাগ, শান্তিনগর ও মৌচাক মোড় হয়ে মগবাজারে গিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে মিছিলটি শেষ হয়। 

এদিন বিকেল ৪টা ১০ মিনিটে মগবাজারে মোড়ে গণমিছিল পৌঁছানোর পর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ।

এসময় তিনি বলেন, আমাদের আজকের গণমিছিল এখানেই শেষ। আমি মিছিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আপনার সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাবেন। পথে কোনো ধরনের ঝামেলা করবেন না।

গণমিছিল শেষের স্থান অর্থাৎ মগবাজার মোড় ও আশপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

সমাবেশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন। আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি করবে দলটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //