ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দর্যালির উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর সাথে সাথে উঠে দাঁড়িয়ে তিনি বলেন, মঞ্চ ভেঙে পড়া একটি স্বাভাবিক ঘটনা।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এই মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটে।
পরে নেতাদের মঞ্চে ওঠা নিয়ে ওবায়দুল কাদের বলেন, এতো নেতা আমাদের দরকার নেই। আমাদের আরো কর্মী দরকার। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। নেতা উৎপাদনের কারখানা আমাদের দরকার নেই। কর্মী উৎপাদনের কারখানা হোক ছাত্রলীগ।
এরপরই ওবায়দুল কাদের ছাত্রলীগের র্যালির উদ্বোধন করে মঞ্চ থেকে বিদায় নেন।
বিদায় নেওয়ার আগে ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধনকালে ছাত্রলীগকে দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করা নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসময় তিনি বলেন, ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে। অনেক কর্মী আশা নিয়ে বসে আছে। বাকি কমিটি পূর্ণাঙ্গ করতে বেশি সময় না নেওয়ার সুযোগ নেই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে।
তিনি আরো বলেন, রাজনীতিতে কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্ট থাকলে রেজাল্ট একদিন আসবেই, মূল্যায়ন একদিন হবে। ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা। সবুজ কৈশোরের উচ্ছ্বাস, প্রথম যৌবনের প্রেম। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে আমি ৭৫ বার অভিনন্দন জানাই।
এদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রায় যোগ দিতে রাজধানীর সব থানা এবং ইউনিটের নেতাকর্মীরা জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
অপরাজেয় বাংলা থেকেই এই শোভাযাত্রা শুরু হওয়ার কথা। আগে থেকেই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
এদিন জুমার নামাজের পরপরই নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে শুরু করেন। শাহবাগ থেকে টিএসসি, নিউমার্কেট হয়ে টিএসসি, দোয়েল গোলচত্বর থেকে টিএসসি সকল সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh