৮ বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব বণ্টন

২২তম জাতীয় সম্মেলনে নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আট বিভাগের দায়িত্ব বণ্টন করেছে আওয়ামী লীগ। মূলত সাংগঠনিক কার্যক্রম দেখভালের জন্য কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দায়িত্ব বণ্টন করেছেন।

আজ রবিবার (৮ জানুয়ারি) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগে ড. হাছান মাহমুদ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাহবুবউল-আলম হানিফ, খুলনা ও বরিশাল বিভাগে আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ডা. দীপু মণিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট বিভাগে আহমদ হোসেন, খুলনা বিভাগে বি. এম মোজাম্মেল হক, চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগে এস. এম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম, বরিশাল বিভাগে অ্যাডভোকেট আফজাল হোসেন, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল এবং রংপুর বিভাগে সুজিত রায় নন্দীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //