যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে সরকার দিশেহারা: মান্না

আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আর বিনষ্ট না করতে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (৯ জানুয়ারি) নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সই করা এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাহিনীর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর ২০২১ সালে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।’

তিনি বলেন, ‘এ নিষেধাজ্ঞা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেই সঙ্গে প্রমাণ হয়েছে বর্তমান সরকার রাষ্ট্রীয় বাহিনীকে নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যবহার করে আসছে।’

তিনি আরও বলেন, ‘গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী মতের ওপর দমন, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে সরকার চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। এখন নতুন করে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আসার ভয়ে শঙ্কিত সরকার।’

মান্না বলেন, ‘আমরা যখন সরকারকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছি, তখন তারা আমাদের কথায় কান দেয়নি। জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করেনি। এখন নিষেধাজ্ঞার ভয়ে সরকার চিঠি দিয়ে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের বাড়তি সতর্কতা নিতে বলেছে। পররাষ্ট্র সচিবের চিঠি পাঠানোর পর পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। বোঝা যাচ্ছে, সরকার নিষেধাজ্ঞার ভয়ে দিশেহারা।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //