বাঁচার জন্য মানুষ জেগে উঠেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে বলেছেন, সরকার সব সময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে; কিন্তু তারাতো এই চেতনাকে বেমালুম গিলে ফেলেছে। এর থেকে বাঁচার জন্য এদেশেরা মানুষ জেগে উঠেছে। তারা এখন সংগ্রাম করছে।

আজ শনিবার (১৪ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের অত্যাচার যত বাড়ছে, বিএনপির আন্দোলনে মানুষের অংশগ্রহণ ততই বাড়ছে। সরকার দেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। ১০ দফা আদায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, সরকার এতো মিথ্যাচার করে তাদের কথার উত্তর দিতে রুচিতে বাধে। এসময় সারাদেশে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

এ সময় মির্জা ফখরুল আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //