নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৭:০৫ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩, ০৭:০৬ পিএম
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইতিহাস কিছুই নিরাপদ নয়। তারা ইতিহাস বিকৃত করছের।
আজ শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় মিরপুরে বাংলা স্কুল ও কলেজে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি- ‘গয়েশ্বর রায় আর মির্জা ফখরুলরা বলেছেন- আমাদের স্বাধীনতা না কি বাইচান্স চলে এসেছে।’ এর জবাবে আমি বলেতে চাই, বাইচান্স নেতা হচ্ছেন খুনি জিয়াউর রহমান। তিনি বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। জোর করে ক্ষমতা দখল করেছেন। বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে এদেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিলেন তিনি।
তিনি আরো বলেন, সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। যেমনটি তারা করোনা মহামারির সময়ে মানুষের পাশে ছিল। প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষও আওয়ামী লীগের সঙ্গে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাজনীতি বিএনপি ইতিহাস আওয়ামী লীগ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh