চোরা পথে ক্ষমতায় যেতে ‘পাঁয়তারা’ করছে বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চোরা পথে ক্ষমতায় যেতে দেশে আবারো ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি।

আজ শনিবার (১৪ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও ভোটে জেতার আশ্বাস না পেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অশুভ খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তবে বিএনপির ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, ইদানীং দেখা যাচ্ছে, দেশের নানা জায়গায় বাস পোড়ানো হচ্ছে। সম্প্রতি ফরিদপুরে এমন ঘটনা ঘটেছে। ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না। আওয়ামী লীগ আগের চেয়ে আরো সতর্ক হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //