মনোনয়ন না পেয়ে যে বার্তা দিলেন চিত্রনায়িকা মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিট চেয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে ক্ষমতাসীন দলের মনোনয়ন বোর্ড মাহির পরিবর্তে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমানকে মনোনয়ন দিয়েছে। মনোনয়নের বিষয়টি প্রকাশ হওয়ার পর এই চিত্রনায়িকা মনোনীত প্রার্থীকে শুভকামনা জানিয়েছেন।

আজ রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শেষে সংবাদমাধ্যমকে চাঁপাইয়ের আসন সম্পর্কে তথ্য প্রদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারপরই মনোনীত প্রার্থীকে নিজের সমর্থন জানিয়ে ভিডিও বার্তা দেন মাহি।

ভিডিওতে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও দলটির হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন মাহি। আজ রাত সাড়ে ৯টার দিকে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

মাহি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জিয়াউর রহমানকে। তাকে অনেক অনেক শুভ কামনা। আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, দলের সর্বোচ্চ ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন। এই বিশ্বাস আমার অনেক আগে থেকেই ছিল এবং এখনো আছে।’

এই অভিনেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যাকে পছন্দ করেছেন তিনিই ভালো হবেন। তার (জিয়াউর রহমান) ও নৌকা প্রতীকের পক্ষে আমি মাঠে কাজ করব।’

নৌকা প্রতীকের জয় হবে প্রত্যাশা রেখে অভিনেত্রী বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা জয়ী হবে এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আবারো নৌকার জয়জয়কার হবে। ওই এলাকার সবাইকে আমি বলব, আপনারা সবাই নৌকার পক্ষে থাকবেন।’

এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্যে চিত্রনায়িকা বলেন, ‘সবাই চলেন আমরা একসাথে কাজ করি। আমরা নৌকাকে জয়যুক্ত করি। প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দেই।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //