আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ গণতন্ত্রের বিজয় হয়েছে। ছয়টি আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ওবায়ুল কাদের বলেন, বিএনপির রাজনীতি ঘোমটা পরা রাজনীতি। নির্বাচনে না গিয়ে তারা ঘোমটা পরে রাজনীতি করছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকার ভয় পায়নি, বিএনপি নিজেরাই ভয় পেয়েছে। সরকার শান্তি সমাবেশ শুরু করেছে, করে যাবে।
তিনি বলেন, সরকারের পায়ের তলায় মাটি আছে। কিন্তু বিএনপির সঙ্গে তাদের দলের নেতাকর্মী ছাড়া জনগণ নেই, মাটিও নেই।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারকে লাল কার্ড দেখানোর পরিবর্তে পদযাত্রায় কেন নামবেন? বিএনপির কর্মসূচি গরম থেকে নরম হচ্ছে। তাদের আন্দোলনের দৈর্ঘ্য কম, প্রস্থ বেড়ে যাচ্ছে। বিএনপির সকল কর্মসূচি ভুয়া।
তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমে মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় শান্তি সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গণতন্ত্র বিজয় উপনির্বাচন সুষ্ঠু কাদের
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh