নির্ধারিত পদযাত্রা কর্মসূচি পরিবর্তন করেছে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। সাংবাদিকদের অনুরোধে কর্মসূচি পরিবর্তন করেছে দলটি। দলটির এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার (১৮ ফেব্রুয়ারি)। এখন এই কর্মসূচি শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাম্প্রতিক দেশকালকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিএনপি জানায়, ঢাকার পত্রিকা, অনলাইন ও টিভি মিডিয়ার রিপোর্টাররা যেন পরিবারের সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ফ্যামিলি ডে উদযাপন করতে পারেন, সেজন্যই পদযাত্রা কর্মসূচি শুক্রবার পালন করবে দলটি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ঢাকায় কর্মরত রিপোর্টারদের অনুরোধ স্থায়ী কমিটির বৈঠকে উঠলে তাতে সাড়া দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে, ডিআরইউ’র ফ্যামিলি ডে’র দিনে বিএনপি কর্মসূচি দেওয়ায় সংশ্লিষ্ট বিটের রিপোর্টাররা দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রতি পদযাত্রার তারিখ পরিবর্তনের অনুরোধ জানান।
প্রসঙ্গত, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং ১০ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে ধারাবাহিকভাবে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো। বিএনপি ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার নেতাকর্মীরা তাদের ১০ দফা দাবি আদায়ে যথাক্রমে ২৮, ৩o, ৩১ জানুয়ারি এবং ১, ১১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাজনীতি বিএনপি পদযাত্রা কর্মসূচি ডিআরইউ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh