‘বিএনপির গণতন্ত্র নৈরাজ্য লুটপাটের গণতন্ত্র’

বিএনপির গণতন্ত্র নৈরাজ্য লুটপাটের গণতন্ত্র বলে মন্তব্য করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ যারা উন্নয়নে ও গণতন্ত্রে বিশ্বাস করেন তারা এই গণতন্ত্র ও বিএনপি উভয়কেই চান না।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

এদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের নামে যারা সারাদেশে হাওয়া ভবন তৈরি করে জনগণ তাদের আর চায় না। বিএনপির নেতাকর্মীদের মুখে গণতন্ত্রের কথা শুনে দেশের মানুষ এখন হাসে। 

বিএনপির অপপ্রচারকে প্রতিহত করার জন্য প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও সহ সভাপতি আব্দুল মান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //