‘হাওয়া ভবনের যুবরাজ মুচলেকা দিয়ে পালিয়ে গেছে’

‘কেউ লাল কার্ড দেখায়, কেউ হলুদ কার্ড দেখায়, কেউ বলে ১১ তারিখ থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়। কেউ বলে ১১ তারিখ দেশে আসবেন হাওয়া ভবনের যুবরাজ (বর্তমানে টেমস নদীর তীরে পলাতক)। যে মুচলেকা দিয়ে পালিয়ে গেছে, সে নাকি ফিরে আসবে।’

তারেক জিয়ার দেশে ফেরত আসা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর অদূরে ঘাটারচরে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেছেন, আমাদের এত নেতার দরকার নেই। নেতার চেয়ে কর্মী বেশি। নেতায় নেতায় স্টেজ ভাঙে, আমি আহত হই।

আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয় উল্লেখ করে ওবায়দুল কাদের সভায় অবস্থানরত কর্মীদের উদ্দেশে বলেন, এখানে হরেক রঙের গেঞ্জি (স্থানীয় নেতাদের ছবিসহ) দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন, তাকেই সবাই মানবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হারানো ক্ষমতা এই দেশে ফিরে পাওয়া মুশকিল। ক্ষমতার মঞ্চ থেকে শেখ হাসিনাকে হটাবেন? মনে রাখবেন, পঁচাত্তর আর ২০২৩ সাল এক নয়।’

ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘মনে রাখবেন ২০২৩ আর ২০০১ এক নয়। তত্ত্বাবধায়ক সরকার অস্বাভাবিক সরকার। এই সরকার শপথ নেওয়ার পর পর কোনো নিয়মের তোয়াক্কা না করে ১৩ জন সচিবকে বরখাস্ত করে। এই সরকার বাংলার মানুষ চায় না।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //