প্রয়োজনে ফখরুলকে সরাসরি ফোন করবেন কাদের

নির্বাচন নিয়ে আলোচনার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে মির্জা ফখরুল ইসলামকে সরাসরি ফোন করা হবে। আওয়ামী লীগ প্রকাশ্যে আলোচনায় বিশ্বাসী।

আজ সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে নির্বাচনে আনতে কোনো ব্যাকডোর আলোচনা হচ্ছে না বলে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আলোচনার কোনো প্রয়োজন ও পরিস্থিতি নেই।

বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের জানমাল রক্ষায় ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগকে মাঠে থাকতেই হবে। বিএনপির নেতাকর্মীরা কথা বললেই সরকার মামলা দেয়, তাদের এমন অভিযোগের কোনো প্রমাণ নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না আওয়ামী লীগ। তাদের আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কিন্তু সহিংসতার চেষ্টা করলে পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সারা বিশ্বে পণ্যের দাম বেড়েছে। সরকার বেশি দামে পণ্য কিনে কমদামে বিক্রি করছে। এরপরও পণ্যের দাম বেশি। পরিস্থিতি সামাল দিতে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //