জাপার ইফতারে আ.লীগ-বিএনপির নেতারা

রাজনী‌তিক, কূটনী‌তিক‌সহ পেশাজীবীদের সম্মানে ইফতার মাহ‌ফিলের আয়োজন করেছে জাতীয় পা‌র্টি। আজ রবিবার (২ এপ্রিল) রেডিসন হোটেলে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে বি‌ভিন্ন দেশের কূটনৈ‌তিক, আওয়ামী লীগ, বিএন‌পিসহ বি‌ভিন্ন রাজনৈ‌তিক দলের নেতা, মন্ত্রী, এম‌পি ও পেশাজীবী অংশ নেন। 

আওয়ামী লীগ নেতাদের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, ভাইস-চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী, শ্যামা ওবায়েদ।

অন্যান্য দলের নেতাদের মধ্যে ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুসহ অনেক রাজনীতিবীদ অংশ নেন। 

কূটনৈতিকদের মধ্যে অংশ নেন- বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই, ইরানের রাষ্ট্রদূত মানসুর চারূসীসহ বেশ কয়েকটি দেশের দূতাবাসের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি এক ভয়াবহ অবস্থা অতিবাহিত করছে। আমরা চাই, পবিত্র এই মাহে রমজানে সবার শুভ বুদ্ধির উদয় হোক। আমরা যেনো এই পৃথিবীতে শান্তিপূর্ণ সহঅবস্থান করতে পারি।

তিনি বলেন, একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের ২ শত ২২ বিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। এছাড়া, জ্বালানি সংকটে বিশ্ব হুমকির মুখে পড়বে। আমাদের প্রত্যাশা, মহান আল্লাহ যেন- পবিত্র রমজানের পূর্ণ নেয়ামতে শান্তিময় পরিস্থিতি বজায় রাখেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //