সুলতানার মৃত্যুর জন্য র‍্যাব দায়ী: ফখরুল

নওগাঁয় র‍্যাবের হেফাজতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুলতানা জেসমিনকে তুলে নেয়া এবং নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। একজন নাগরিক এবং সরকারি কর্মচারী, তাকে এভাবে তুলে নেয়া ভয়াবহ আইনের লঙ্ঘন, সংবিধান লঙ্ঘন। তাকে তুলে নেয়া হলো কোন আইনে?

ওই নারীর মৃত্যুর জন্য র‌্যাবকে দায়ীও করেন বিএনপির এই শীর্ষ নেতা।

আজ রবিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহিলা দলের উদ্যোগে ‘নওগাঁয় সুলতানা জেসমিনকে হত্যার প্রতিবাদে’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সুলতানার মৃত্যুর ঘটনা প্রসঙ্গে ফখরুল বলেন, একজন যুগ্ম সচিবের কথায় তাকে রাস্তার মধ্য থেকে তুলে নেয়া হয়েছে। এটা কোনো সভ্য দেশে হতে পারে না। সুলতানা হত্যা প্রমাণ করে ক্ষমতাসীনরা হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।

সরকার নিজেদের মতো সংবিধান পরিবর্তন করে সংবিধান অনুযায়ী চলার কথা বলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংবিধানে মানুষের কথা বলার অধিকার দিয়েছে। কিন্তু সরকারের সমালোচনা করলে মামলা দেয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এসবের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

দেশে এখন গণতন্ত্র নেই দাবি করে ফখরুল বলেন, গণতন্ত্র নেই বলেই কারও অধিকার নেই। সরকার জোর করে ক্ষমতা দখল করে টিকে থাকার জন্য অনেকগুলো আইন তৈরি করেছে। তারা সংবিধানের মৌলিক জায়গাগুলো পরিবর্তন করেছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী তখন বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার জনগণের দাবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া তারা নির্বাচনে যাবে না।

এসময় তিনি বলেন, নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অপকৌশলের মাধ্যমে ক্ষমতায় এসে ২০১২ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেয়। কারণ তারা জানে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে তারা আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //