পঙ্কজ ভট্টাচার্যের শারীরিক অবস্থা সংকটাপন্ন

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বেশ কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৮৪ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ। 

আজ শনিবার (২২ এপ্রিল) সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক।

তিনি বলেন, ‘ফুসফুসের সংক্রমণ নিয়ে দাদা বেশকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে প্রথম দিন থেকে আইসিইউতে রাখা হয়েছে। তার রোগমুক্তির জন্য তার পরিবার সবার কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেছেন।’

ঐক্য ন্যাপের পাশাপাশি পঙ্কজ ভট্টাচার্য সামাজিক সংগঠন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলায় রাউজানের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন পঙ্কজ ভট্টাচার্য। তার বাবা শিক্ষক প্রফুল্ল কুমার ভট্টাচার্য ও মা মনি কুন্তলা দেবী।

চট্টগ্রাম মুসলিম স্কুলের ছাত্র থাকাকালীন সময়েই তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হন। আইয়ুব খানের শাসনামলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে ওই কঠিনতম সময়ে তিনি যোগ দেন পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নে। ১৯৬২ সালে স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে সামরিক শাসনবিরোধী আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৬৩ সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি নির্বাচিত হন এবং ১৯৬৪-৬৫ সালে তিনি ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতির দায়িত্ব পান।

১৯৬৬ সালে পঙ্কজ ভট্টাচার্য ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানেও তিনি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী গঠনেও উদ্যোগী ভূমিকা পালন করেন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ছিলেন ওই বাহিনীর ডেপুটি কমান্ডার। পঙ্কজ ভট্টাচার্য ১৯৭২ সালে বঙ্গবন্ধুর কাছে ন্যাপের পক্ষ থেকে অস্ত্র সমর্পণ করেন।

১৯৯৮ সালে দেশের অগ্রগণ্য শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মীদের নিয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন নামে একটি সংগঠন গড়ে তোলেন। সাম্প্রদায়িক বা জাতিগত সহিংসতা, নারী নিপীড়ন, শিক্ষানীতিতে মৌলবাদের হস্তক্ষেপ-এসব ইস্যু নিয়ে বরাবরই সোচ্চার থেকেছে এই সংগঠন।

দেশের ২৮টি সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী সংগঠনের সমন্বয়ে ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চেরও অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন পঙ্কজ ভট্টাচার্য।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //