বিভেদ ভুলে এককাতারে আ.লীগ-বিএনপির শীর্ষ নেতারা

রাজশাহীতে বিভেদ ভুলে এককাতারে রাজনৈতিক নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। এই ঈদের নামাজে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। 

এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। রাজশাহীতে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

ঈদের প্রধান জামাতে ইমামতি করনে জামিয়া ইসলামীয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, জেলা প্রশাসক শামীম আহমেদ, সাবেক মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই জামাতে অংশ নেন।

ঈদের নামাজ শেষে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একসাথে নামাজ আদায়, কুশল বিনিময় প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, আমরা আজকে পাশাপাশি ছিলাম, এক সঙ্গে ছিলাম। সারাদেশেই হয়তো একই চিত্রই ছিল। আমরা এটা ধরে রাখতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক মতদ্বৈততা থাকবে কিন্তু সেটা যেন এমন না হয় যে আমাদের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল, কথা বলাবলি বন্ধ হয়ে গেল বা আমরা কোনো নোংরামির আশ্রয় নিলাম এরকম পর্যায়ে যেন না যায়। দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে এই জায়গাটুকুতে আমরা যেন সবাই এক থাকি দলমত নির্বিশেষে।

এদিকে সকাল সাড়ে ৭টায় ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় মহানগর টিকাপাড়া ঈদগাহে। আর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে সকাল ৭টা ও ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও সকাল সাড়ে ৮টায় বায়তুল আমিন জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু। জামাত শেষে দেশ, জাতি ও বিশ্বের মানুষের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //