৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো ইসলামী আন্দোলন

আসন্ন বরিশাল, গাজীপুর, খুলনা, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বেছে নিয়েছে দলটি। 

এছাড়া গাজীপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনায় দলের নায়েবে আমীর হাফেজ মাওলানা আবদুল আউয়াল, সিলেটে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও রাজশাহীতে মহানগরসহ সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। 

দলটির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ-কমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। 

এসময় চরমোনাই পীর ও দলের আমির রেজাউল করিম বলেন, সাম্য, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠার জন্যই ইসলামী আন্দোলন লড়াই করছে। তাই সিটি নির্বাচনে মানুষ তাদের প্রার্থীকে জয়ী করে সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //