এলডিপির সাথে বিএনপির বৈঠক বাতিল

বিএনপি লিয়াঁজো কমিটি ও ১২ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকের কথা জানায় দলটির মিডিং উইং। সন্ধ্যায় সাড়ে ৭টায় মহাখালী ডিওএইচএসে কর্ণেল (অব:) অলি আহমদের বাসায় এই বৈঠকের কথা জানানো হয় বিএনপির পক্ষ থেকে।  

কিন্তু আজ মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে সেই বৈঠক বাতিল করা হয় বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াঁজো কমিটি প্রধান নজরুল ইসলাম খান।

তিনি সাংবাদিকদের কাছে বৈঠক বাতিলের জন্য দুঃখ প্রকাশ বলেন, আজকের বৈঠকটি আগামীকাল বুধবার সকাল ১১টায় গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

তবে কি কারণে আজকের বৈঠক শেষ মুহুর্তে বাতিল করা হলো সেই বিষয়ে তিনি কিছু জানাননি।

তবে বিএনপির একটি সূত্র বলছে, মহাখালী ডিওএইচএস কাউন্সিলের অনুমতি না থাকায় আজকের বৈঠকটি শেষ মুহুর্তে বাতিল করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত রোববার  (৩০ এপ্রিল) বিএনপি লিয়াঁজো কমিটি ও ১২ দলীয় জোট এবং সমমনা জোটের সঙ্গে বৈঠক ডাকেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই বৈঠক শেষে জরুরী সংবাদ সম্মেলন করার কথা ছিলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে অনুপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //