দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ ফখরুলের

দলের নেতাকর্মীদের প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয়করণ না করে দুর্যোগে সরকার যেনো সব মানুষের পাশে দাঁড়ায়, সে আহ্বানও করেন তিনি।

আজ রবিবার (১৪ মে) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন  তিনি।

চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার ও তার কুশীলবরা ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য যখন চাপ তৈরি হয়েছে ঠিক তখনই জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মামলা দায়েরের মাধ্যমে ৪৭ বছর পরে মিথ্যাকে সামনে আনা হয়েছে। 

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীতে চেইন অব কমান্ড রক্ষায় নিজের জীবন বাজি রেখেছিল। হত্যার আদেশ দাতা হিসেবে জিয়ার নাম দিয়ে শেখ হাসিনার নির্দেশে মামলা দায়ের করেছে ঠিকই, কিন্তু কর্নেল হুদার মেয়ে নিজের মায়ের লেখা বইটিও পড়ে দেখেননি। শুধু নিরাপত্তা নয় মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছিলো জিয়াউর রহমান। 

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন করছে তা ভিন্নখাতে প্রবাহিত করতে শেখ হাসিনা ও তার কুশীলবরা ষড়যন্ত্র করে যাচ্ছে। সব ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে দেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //