তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজশাহীর জনসভায় বিএনপির এক নেতা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপি হত্যা খুনের রাজনীতি থেকে বের হতে পারেনি। তারা ষড়যন্ত্রের রাজনীতি করছে।
আজ সোমবার (২২ মে) সচিবালয়ে ডিরেক্টর গিল্ডের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেছেন।
বিএনপির অপরাজনীতির আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস নাগরিকদের চলাচলে সতর্কতা দিয়েছে বলে মন্তব্য করেছেন ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক করা খুব স্বাভাবিক। কারণ যেভাবে বিএনপি আন্দোলনের নামে ভাংচুর করছে, হুমকি দিচ্ছে তাতে যেকোনো দেশ এমন সতর্কতা দিতে পারে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh